বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

‘সংসদের বিরোধী দল’ হচ্ছে জাতীয় পার্টি; জানালেন ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল হতে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘স্বতন্ত্র প্রার্থীরা (এমপি) স্বতন্ত্রই আছে। আর দল যদি বলেন, তাহলে বিরোধী দল জাতীয় পার্টি।’

সোমবার (২২ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি ১১টি আসনে জিতছে। আর স্বতন্ত্ররা ৬২ আসনে জিতছে। এমন পরিস্থিতিতে সংসদের বিরোধী দল কারা হবেন—জানতে চাইলে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘বিরোধী দল কারা হওয়া উচিত?’

পরে সাংবাদিকরা বলেন, দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হওয়া উচিত। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘তাহলে ধরে নিন তারাই হচ্ছে। আর তাদের দল হচ্ছে জাতীয় পার্টি।’

বিরোধী দলীয় নেতা প্রসঙ্গে তিনি বলেন, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিরোধী দল বলে কোনও কিছু না থাকলেও বিরোধী দলীয় নেতার বিষয়টি রয়েছে। কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্পিকারের। স্পিকার যাকে বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দেবেন, তিনি সংসদে প্রধান বিরোধী দলের নেতা হবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img