ভারতের শত্রুপক্ষ যেই গতিতে নিজেদের সামরিক বাহিনীর আধুনিকরণ করছে, সেই তুলনায় ভারত পিছিয়ে আছে বলে স্বীকার করে নিলেন দেশটির সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে।
সেনার সঙ্গে বেসরকারি ক্ষেত্রের পার্টনারশিপের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
ভারতীয় সেনাপ্রধান বলেন, এই মুহূর্তে দেশীয় অস্ত্র দেওয়া হচ্ছে জওয়ানদের কিন্তু বর্তমানে জাতীয় সুরক্ষার স্বার্থে যা যা প্রয়োজন, সব কিছু দেশে প্রস্তুত হচ্ছে না। এই কারণে সামরিক প্রয়োজনীয়তার খাতিরে কিছু শতাংশ আমদানি করতে হচ্ছে। শত্রুপক্ষ যখন একেবারে ফটকে, তখন যে কোনও খামতি রাখা যায় না। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য একযোগে সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করতে হবে।
তিনি দাবি করে বলেন, একদিকে ভারতের মানমর্যাদা ক্রমশই বাড়ছে আন্তর্জাতিক মঞ্চে। অন্যদিকে সীমান্ত সমস্যা ও প্রতিপক্ষের জেরে ভারতীয় সেনাকে দীর্ঘমেয়াদি ভিত্তিতে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস