অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গণহত্যা, যুদ্ধবিরতি ও সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি।
বুধবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি যোগাযোগ অধিদপ্তর।
বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে গাজ্জায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময় পুনরায় মিশরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল সিসি। ফোনালাপে পুনর্নির্বাচিত হওয়ার জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন এরদোগান।
এছাড়াও, আল সিসির এই নতুন শাসনকাল, তুর্কি ও মিশরের জন্য অনেক উপকারী বলেও অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট।
এদিকে, একই দিনে, গাজ্জায় যুদ্ধ বিরতির বিষয়ে ফোনালাপ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আলভি আরাফ ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। যেখানে গাজ্জায় চলমান ইসরাইলি ‘গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ’ বন্ধ করতে ইসলামী দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন বলে ঐক্যমত পোষণ করেছেন দুই প্রেসিডেন্ট।
সূত্র: মিডল ইস্ট মনিটর