করোনার নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যে।
প্রতিবেশী ফ্রান্স-ব্রিটেনের সঙ্গে স্থল এবং আকাশ পথে যোগাযোগ বন্ধ করে দেয়ায় বড় দিনের আয়োজনে খাদ্য সঙ্কটের মুখে দেশটি।
সংক্রমণ রোধে ফ্রান্স নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়ায় হাজার হাজার পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে ফ্রান্স-ব্রিটেন সীমান্ত এলাকায়।
এতে ব্রিটেনে খাদ্যাভাব দেখা দেওয়ার আশঙ্কা দেশটির বিশেষজ্ঞদের।
দু’দেশের সীমান্তে দেখা যাচ্ছে, কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক আটকে আছে। ব্রিটেন থেকে কোনো গাড়ি ফ্রান্সে ঢুকতে পারছে না। পরিস্থিতি মোকাবিলায় কড়া পাহারা বসানো হয়েছে ফরাসি সীমান্তে।
অনেক দেশই যুক্তরাজ্যের সঙ্গে সাময়িক সময় যোগাযোগ বন্ধ করে দিয়ে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।