বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

আফগান পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয় পত্র জমা দিল উজবেকিস্তানের নতুন রাষ্ট্রদূত

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির কাছে পরিচয় পত্র জমা দিয়েছেন কাবুলে নিযুক্ত উজবেকিস্তানের নতুন রাষ্ট্রদূত ওয়েবেক উসমানোভ।

বুধবার (২০ নভেম্বর) তিনি এই পরিচয় পত্র জমা দেন বলে জানিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র হাফিজ জিয়া আহমেদ তাকাল।

নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে মাওলানা মুত্তাকী বলেন, আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে দূতাবাসের কার্যক্রম চালু হাওয়া একটি ইতিবাচক নিদর্শন যা উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে সহায়তা করবে। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক প্রকল্পকে বাস্তবায়নের ক্ষেত্রেও এটি দারুন ভূমিকা পালন করবে।

এদিকে, কাবুল ও তাশখন্দের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো প্রসারিত করতে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন উজবেক রাষ্ট্রদূত উসমানোভ।

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে কাবুলের সাথে বন্ধুত্ব মূলক সম্পর্ক গড়ে তুলেছে প্রতিবেশী দেশ উজবেকিস্তান।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img