আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম বড় আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে নিরাপত্তা কারণ দেখিয়ে এই আয়োজন থেকে ইতিমধ্যে নাম সরিয়ে নিয়েছে ভারত। ফলে আলোচনা উঠেছে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের। এতে করে পাকিস্তানের কাছ থেকে হাতছাড়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সুযোগ। এমন পরিস্থিতিতে ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপিকে নিয়ে কড়া মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সোয়েব আখতার।
তিনি জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বা বিসিসিআই নয়, বরং আগামী চ্যাম্পিয়নস ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে তা নির্ভর করছে বিজেপি সরকার কি চাইছে সেই সিদ্ধান্তের উপর।
সোয়েব আখতার আরো জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত না আসার ফলে প্রায় ১০০ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসির) ৯৫-৯৮ শতাংশ স্পনসরশিপ আসে ভারত থেকে।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলো নির্বিঘ্নে পাকিস্তানের মাটিতে খেলেছে। তবে নিরাপত্তার অজুহাত একমাত্র ভারতকেই দিতে দেখা গেছে।
এদিকে, পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অন্য দলগুলো যেন না যায় সেজন্য পানির মতো টাকা ঢালছে ভারত। এমন অভিযোগ জানিয়েছে পাকিস্তানী সংবাদ মাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান।’
উল্লেখ্য, কিছু কিছু ক্রীড়া বিশ্লেষকের দাবি, পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন ট্রফি সরিয়ে ভারতে নিয়ে আসার চেষ্টা করছে নয়াদিল্লি।
সূত্র: দি টাইমস অব ইন্ডিয়া