বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

খুলনায় বিএনপি নেতা গয়েশ্বরের অবস্থানরত বাসায় পুলিশের অভিযান; আটক ১২

বিভাগীয় গণসমাবেশ সফল করতে খুলনায় এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তার অবস্থানরত বাসায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ১০-১২জন নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহীন এ অভিযোগ করেন।

তিনি জানান, রাত সাড়ে ৮টার পর তিনি নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকার একটি বাসায় অবস্থান করেন। গয়েশ্বর চন্দ্র বাসায় থাকা অবস্থায় বিভিন্ন নেতাকর্মীরা তার সঙ্গে সাক্ষাত করতে আসেন। এ সময় ওই বাসায় অভিযান চালায় পুলিশ। অন্তত ১০-১২ জন নেতাকর্মীকে আটক করে প্রশাসন।

শফিকুল ইসলাম তুহীন অভিযোগ করে বলেন, ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশ যাতে সফল হতে না পারে তার জন্যই আওয়ামী লীগ সরকার পুলিশকে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

জানা গেছে, গয়েশ্বর চন্দ্র রায় নিরাপত্তার কথা বিবেচনা করে হোটেলে না থেকে মোরেলগঞ্জের বিএনপি সমর্থিত এমপি প্রার্থী খাইরুজ্জামান শিপনের বাসায় রাতে থাকার কথা ছিল। বসুপাড়ায় অবস্থিত শিপনের বাসার নাম কাজী ম্যানশন। গয়েশ্বর সেখানে যাওয়ার পর নেতাকর্মীরা তার কাছে সাক্ষাতের জন্য গেলে বাড়িটি পুলিশ ঘিরে ফেলে। এরপর সেখান থেকে গয়েশ্বর ছাড়া সব নেতাকর্মীকে আটক করা হয়।

এ বিষয়ে সদর থানা পুলিশ জানায়, নিয়মিত আটকের ঘটনা ঘটছে। বসুপাড়ায় কতজন আটক জানি না। এরা বিএনপি করে কিনা সেটাও জানি না। আমরা ওয়ারেন্টের আসামি আটক করেছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img