রাখাইন রাজ্যের রাজধানী সিত্তুয়ে সোমবার রাজ্য সরকার ও মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করার দায়ে দেশটির পুলিশ চার ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে।
ছাত্রদের আইনজীবী উ কিয়াউ নিউন্ত মং বলেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনের ৫০৫(বি) ধারায় অভিযোগ আনা হয়েছে। এই ধারা জামিনের অযোগ্য হওয়ায় ছাত্রদের পুলিশের হেফাজতে সিত্তুই কারাগারে পাঠানো হয়েছে।
আটক ছাত্রদের দুইজন রাখাইন স্টেট স্টুডেন্টস ইউনিয়নের নেতা। বাকিদের একজন কিয়াকফিউ এডুকেশন কলেজের ও অন্যজন ইয়াঙ্গুনে রাখাইন স্টুটেন্টস ইউনিয়নের কর্মী।
সোমবারের ওই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেয়। তারা ‘মিয়ানমার সরকার বিদায় হও’, ‘মিয়ানমার সেনাবাহিনী বিদায় হও’ স্লোগান দেয়।
মঙ্গলবার সিত্তুই থানা পুলিশ ওই চার জনের বিরুদ্ধে মামলা করে। তাদেরকে ৩ নভেম্বর আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
এই মামলায় সর্বোচ্চ দুই বছরের জেল বা অর্থদণ্ড বা উভয়টি হতে পারে।
এদিকে সিত্তুই ইউনিভার্সিটি ইউনিয়নের চেয়ারম্যান কো তায়ে অং বলেন, কোন গণতান্ত্রিক সরকার জনগণের দুর্ভোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে পারে না।