নাটোরের সিংড়ায় ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী জানায়, সিংড়া উপজেলার মঠগ্রাম এলাকার ভ্যান চালক নির্মল সরকারের ছেলে বিদ্যুৎ সরকার মঙ্গলবার সন্ধ্যায় তার বাবার কাছ থেকে ভ্যান নিয়ে বাইরে যায়। এরপর সে নিখোঁজ হয়।
বুধবার সকালে একই উপজেলার হাতিয়ান্দহ এলাকার রাস্তার পাশের ধানের জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম জানান, দুর্বৃত্তরা গলায় গামছা পেচিয়ে হত্যার পর লাশ রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে বলে তারা ধারণা করছেন।
সূত্র: ইউএনবি