মঙ্গলবার, মে ২১, ২০২৪

ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে সরকারি হাসপাতালের উদ্বোধন করলেন এরদোগান

তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত হাতায় প্রদেশের দেফনে সরকারি হাসপাতাল উদ্বোধন করলেন ২য় রাউন্ডের নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার অপেক্ষায় থাকা মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব রজব তাইয়েব এরদোগান।

রবিবার (২১ মে) ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর অন্যতম হাতায় প্রদেশে হাসপাতালটির উদ্বোধন করেন তিনি।

জানা যায়, ৩০০টি কনভার্টেবল বেড ও ১১ টি অপারেটিং রুমের সুবিধা সম্পন্ন হাসপাতালটির আয়তন ২৮ হাজার বর্গমিটার।হাসপাতালটির বিভিন্ন পদে মোট ১ হাজার ৪৪ জনকে নিয়োগ দিয়েছে তুরস্কের স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে ডাক্তারের সংখ্যা হলো ২৫৬ জন।

হাসপাতালে যে ৩০০টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে সেগুলোকে চাইলেই প্রয়োজনের সময় আইসিউ বেড বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের বেডে রূপান্তর করা যাবে। আর এতে করে বিশেষ পরিস্থিতিতে দ্রুত বেশি সংখ্যক রোগীকে জরুরী পরিষেবা দেয়া যাবে।

এর আগে ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত পুনর্গঠনের প্রতিশ্রুতি মোতাবেক বিভিন্ন ঘরবাড়ি ও আধুনিক হাসপাতাল স্থাপনের অংশ হিসেবে গত ২৪ মার্চ আধুনিক স্বাস্থ্যসেবার সুবিধা সম্পন্ন হাসপাতালটির ভিত্তিপ্রস্তর করেছিলেন এরদোগান।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img