আলমগীর বিন কবির | পরিচালক: নবজাগরণ শিল্পীগোষ্ঠী
ইসলামী অঙ্গনে মিডিয়ার শূন্যতা নতুন কিছু নয়। ইতিপূর্বে এ সমস্যাটা দূর করতে আমরা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। আলহামদুলিল্লাহ! আমাদের সে শূন্যতা কাটিয়ে তুলতে ইতোমধ্যে মিডিয়া অঙ্গনে বেশ কিছু ইসলামী মিডিয়া কাজ করছে। তার মধ্যে ইনসাফ অন্যতম। বহু চড়াই উৎরাই পার হয়ে ইনসাফ অর্ধযুগ অতিক্রম করে আজ সপ্তম বর্ষে পদার্পণ করেছে।
বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ইনসাফের সুদক্ষ কর্ণধার, ত্যাগী সম্পাদক জনাব মাহফুজ খন্দকারকে। তার দৃঢ় প্রচেষ্টার ফল আজকের দৃশ্যমান ইনসাফ।
ইনসাফের সকল পাঠক, কলাকৌশলী, প্রতিনিধি, সংবাদ দাতা ও স্পন্সরদের আন্তরিক মোবারকবাদ জানাই। তাদের এ বিপ্লবী পথচলা সহজ হোক, আরো গতিশীল হোক। এটাই প্রত্যাশা করি।