সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

বাইডেনের হোঁচট খাওয়ার ঘটনাকে উপহাস করলেন ট্রাম্প জুনিয়র

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে বিমানে উঠতে গিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের হোঁচট খাওয়ার ঘটনাকে উপহাস করেছেন।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তার অফিসিয়াল টুইটার পেজে এডিট করা একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওতে বিমানে ওঠার সময় জো বাইডেনের হোঁচট খাওয়ার দৃশ্যের পাশে ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলার মাঠ দেখানো হয়েছে। সেখানে বাইডেনকে হোঁচট খেতে পড়ে যেতে দেখে অট্টহাসিতে ফেটে পড়ছেন ট্রাম্প।

জো বাইডেন শুক্রবার বিমানে চড়তে গিয়ে সিঁড়িতে পরপর তিনবার হোঁচট খান। প্রথম দু’বার নিজেকে প্রায় সামলে নিলেও তৃতীয়বার তিনি নীচে পড়ে যান। এর ফলে দেশের প্রেসিডেন্ট হিসেবে তার শারিরীক ফিটনেস নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে। অবশ্য মুহূর্তের মধ্যে তিনি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান এবং বিমানের বাকি সিঁড়িগুলো অতিক্রম করে বিমানে উঠে যান।

বিমানবন্দরে বসানো বেশ কয়েকটি ক্যামেরায় নানারকম অ্যাঙ্গেলে বাইডেনের হোঁচট খাওয়ার দৃশ্য ধরা পড়ে।

এর আগে গত বছরের শেষ দিকেও একবার পায়ে চোট পেয়েছিলেন বাইডেন। ওই সময় নিজের পোষা কুকুরের সঙ্গে খেলার সময় পায়ে আঘাত পান তিনি। তখন এ নিয়ে তাকে চিকিৎসকের শরণাপন্নও হতে হয়েছিল।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img