সৌদি আরব নিজের অবস্থানের কথা বিবেচনা করে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের।
তিনি বলেন, ফিলিস্তিন প্রশ্নে সৌদি আরবের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং আরব শান্তি প্রক্রিয়া দেশটি এখনো সমর্থন করছে, যার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা রয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) সৌদি দৈনিক আরব নিউজে প্রকাশিত এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
আদেল আল-জুবায়ের বলেন, আমরা চাই আরব শান্তি প্রক্রিয়ার মাধ্যমে দুই রাষ্ট্র সমাধান এবং এর সংশ্লিষ্ট জাতিসঙ্ঘ প্রস্তাব পাস যাতে আমরা একটি ফিলিস্তিনি রাষ্ট্র পেতে পারি যাতে করে শান্তি ও নিরাপত্তার সাথে বাস করতে পারি।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিবেশী মিত্রদের ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলেও এই পদক্ষেপ নিচ্ছে না সৌদি আরব।