শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল

সিরিয়ার রাজধানী দামেস্কের কাফর সুসা জেলার একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (২১ ফেব্রুয়ারি) এই হামলায় দেশটিতে অন্তত দুজন নিহত হয়েছেন বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কাফর সুসা জেলায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় দুজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি বহুতল ভবনের পুড়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। দেশটির নিরাপত্তা সূত্র বলেছে, যে উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে তা সফল হয়নি।

আক্রান্ত ভবনটির আশপাশে আবাসিক ভবন, স্কুল এবং ইরানি সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। ভবনটি দখলদার ইসরাইলের নিরাপত্তা সংস্থাগুলোর ব্যবহার করা একটি বিশাল সুরক্ষিত কমপ্লেক্সের কাছে অবস্থিত।

সূত্র: রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img