লোহিত সাগরে চলমান উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সুয়েজ খাল থেকে মিশরের বার্ষিক লভ্যাংশ ৪০ থেকে ৫০ শতাংশ কমে গিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি।
রাজধানী কায়রোতে বার্ষিক জ্বালানি খাতের একটি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আল-সিসি।
তিনি বলেন, সুয়েজ খালের মাধ্যমে প্রতি বছর প্রায় ১০ বিলিয়ন ডলার পরিমাণ অর্থ মিশরের অর্থনীতিতে যোগ হয়। তবে এটি বর্তমানে ৪০-৫০ শতাংশ কমে গিয়েছে।
প্রসঙ্গত, লোহিত সাগরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের দ্বারা ইসরাইলি জাহাজ আক্রমণের ফলে আন্তর্জাতিক জলপথে উত্তেজনার সৃষ্টি হয়েছে।জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের তথ্য অনুযায়ী, গত ২ মাস ধরে সুয়েজ খাল দিয়ে ৪২ শতাংশ জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।
আল সিসি আরো বলেন, গাজ্জা, লিবিয়া, সুদান ও রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাতের ফলে বেশ কয়েকটি চ্যালেন্জের মুখোমুখি হয়েছে মিশর।
তিনি বলেন, “এই ঘটনাগুলো এমন সময় ঘটছে ঠিক যখন, বেশ কয়েকটি পেট্রোলিয়াম কোম্পানি, উন্নয়ন সহযোগী ও অর্থনৈতিক প্রতিষ্ঠানকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে বাধ্য মিশরীয় সরকার।”
সূত্র: মিডল ইস্ট মনিটর