বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বাংলাদেশ যতদিন থাকবে আওয়ামীলীগও ততদিন ক্ষমতায় থাকবে ইনশাআল্লাহ- বজলুল হক হারুন এমপি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) মাননীয় সংসদ সদস্য বজলুল হক হারুন এমপি মহান ২১ শে ফেব্রুয়ারির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোকপাত করে বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল সৃস্টি হয়েছে। বাংলাদেশ যতদিন ক্ষমতায় থাকবে ইনশাআল্লাহ আওয়ামীলীগও ততদিন ক্ষমতায় থাকবে, আল্লাহর রহমতে বাংলাদেশে উন্নয়নের অগ্রগতি প্রশংসা সারা বিশ্বে হচ্ছে। এই জাতিকে কেউ কোন দিন

দমিয়ে রাখতে পারেনি, দমিয়ে রাখতে পারবে ও না।

রবিবার (২১ ফেব্রয়ারি) রাজাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানগন, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়্যারম্যানগন, সুধী বৃন্দ, সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য আলাপ কালে মাননীয় সংসদ সদস্য সন্তোষ প্রকাশ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া ও রাজাপুর উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নানা কর্মসুচীর মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img