বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা শাখার প্রধানকে হত্যা করেছে ইসরাইল

সিরিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধানকে বিমান হামলায় হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর। আপাতদৃষ্টিতে ধারণা করা হচ্ছে এটি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দ্বারা পরিচালিত একটি হামলা ছিল। এ হামলায় বিপ্লবী গার্ডের আরো চারজন সদস্য নিহত হয়েছে।

আজ রবিবার (২১ জানুয়ারি) সিরিয়ার রাজধানী দামেস্কের মাজিহ শহরে এই হামলা চালানো হয়।

প্রসঙ্গত, মাজিহ একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট শহর। যেখানে বিভিন্ন দেশের দূতাবাস অবস্থিত। সেই সঙ্গে জাতিসংঘের হেডকোয়ার্টারও এখানে রয়েছে।

বার্তা সংস্থা মেহর একটি গোপন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, “এই হামলায় বিপ্লবী গার্ডের গোয়েন্দা বিভাগের সিরিয়া শাখার প্রধান নিহত হয়েছে। সেইসঙ্গে তার ডেপুটিসহ আরো ২ জন বিপ্লবী গার্ডের সদস্য নিহত হয়েছেন।”

আইআরজিসি জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘অসভ্য ও বর্বর ইহুদিবাদী সরকার’ আবারো সিরিয়ার সার্বভৌমত্ব ভঙ্গ করে দামেস্কে অবস্থিত ইরানের লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img