ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে বর্তমান অথবা ভবিষ্যতে ধ্বংস করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আহরন ব্রেগম্যান।
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “হামাসের উপর সংক্ষিপ্ত বিজয় নিয়েই ইসরাইলকে সন্তুষ্ট থাকতে হতে পারে।”
ব্রেগম্যান আরো বলেন, “হামাসকে মুছে ফেলার লক্ষ্য কখনোই অর্জিত হবে না, এখন বা ভবিষ্যতেও নয়। যদিও ইসরাইল কখনোই আনুষ্ঠানিকভাবে এটা স্বীকার করবে না।”
প্রসঙ্গত, আহরন ব্রেগম্যান বর্তমানে লন্ডনের কিংস কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসাবে দায়িত্বরত রয়েছেন।
এদিকে, গত সপ্তাহের শেষের দিকে অবরুদ্ধ গাজ্জা উপত্যকা থেকে ৩৬ তম ডিভিশনের সৈন্যদের প্রত্যাহার করে তেল আবিব। ইসরাইলি সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই ধরনের ভূল যুদ্ধ কৌশলের উচ্চমূল্য পরিশোধ করতে হবে। কারণ এর মাধ্যমে বেসামরিক নাগরিকের পাশাপাশি হামাসের যোদ্ধারাও উত্তর গাজ্জায় ফিরে যেতে সক্ষম হবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর