রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে পাসপোর্টসহ সংঘবদ্ধ দালাল চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
বুধবার রাত ৯ টায় সবুজবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে খিলগাঁও জোনাল টিম।
গ্রেপ্তারকৃতরা হলো- মো.আশরাফুল আলম, সৈকত মজুমদার, রাজু বিশ্বাস, মো. রাসেল মিয়া ও মো. সোহাগ।
এ সময় তাদের কাছ থেকে ২টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু করা হয়।