শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে, ৭ জনকে উদ্ধার

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে লাভলীন নামে একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ফায়ার সার্ভিসের প্রাণপণ চেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, আগুন লাগার পর ওই ভবনে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে আমাদের কর্মীদের। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, আগুনের ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের উপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ছয়জন একটি বিউটি পার্লারের কর্মী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img