শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

ইজতেমার মাঠে সাদপন্থীদের হাতে মুসল্লীদের হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল

ঢাকা টঙ্গী ইস্তেমার মাঠে ঘুমন্ত মুসল্লীদের উপর সাদপন্থীরা অতর্কিত হামলা করে নৃশংসভাবে ৪ জন মুসল্লীকে হত্যা ও শত শত মুসল্লীদের আহত করার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২০ডিসেম্বর) বাদ জুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে সর্বস্থরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, টঙ্গীর এই হত্যাকান্ডের দায়ভার সরকার কোন ভাবেই এড়াতে পারেনা। কেননা আইনশৃঙ্খলা বাহিনী যদি যথাযথভাবে ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা ঘটতো না। সাদপন্থীদের সকল কার্যক্রম সারাদেশে নিষিদ্ধ করতে হবে এবং এদের বিষয়ে সরকারের উপদেষ্টাদের সজাগ থাকতে হবে, এরা বিগত স্বৈরশাসক হাসিনার দালাল হিসেবে তৎকালীন সময়ে কাজ করেছে, যা দেশের সচেতন মানুষ সাক্ষী আছে। এদের কার্যক্রম আইনশৃঙ্খলা বাহিনীর নজরে নিয়ে আসতে হবে। নচেত পরবর্তী দুর্ঘটনার জন্য সরকাই দায়ী থাকবে।

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জামিয়া মোজাহেরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মুফতী জসিম উদ্দিন, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী উসমান, যুগ্ন মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, মাওলানা নাসির উদ্দিন মুনির, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মুফতী শওকত, মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ ও মুফতী ইলিয়াছ প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট থেকে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে মাওলানা তাজুল ইসলামের মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img