ভারতে মুসলিমদের নাম থাকা স্থানগুলো মুছে দেওয়ার জন্য যেন উঠে পড়ে লেগেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এবার আসাম রাজ্যের করিমগঞ্জ বিভাগের নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর ‘শ্রীভূমি’ নামটি পছন্দ করতেন।
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) আসামের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে এই নাম পরিবর্তনের অনুমোদন দেয়।
আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান জানাতে মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নাম দেওয়া হয়েছে। কারণ ১০০ বছর আগে রবীন্দ্রনাথ করিমগঞ্জ জায়গাটির নাম শ্রীভূমি (মা লক্ষ্মীর ভুমি) হিসেবে অভিহিত করেছিলেন। আর তাই জায়গাটির নাম পরিবর্তন করা হয়েছে।
উগ্রবাদী শর্মা আরো দাবি করেছেন, বাংলা অভিধানে করিমগঞ্জ নামক শব্দটি নেই। এর আগে অবশ্য কালাপাহাড় নামক একটি জায়গার নাম পরিবর্তন করেছে এই নেতা। এসব মুসলিম স্থানের নাম পরিবর্তন করতে সমর্থন দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা।
প্রসঙ্গত, ব্রিটিশ শাসনামলে করিমগঞ্জ বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্গত ছিল। পরে ১৯৯৩ সালে এটি আসামের একটি বিভাগে রূপান্তরিত হয়।
উল্লেখ্য, আসামের আরো বেশ কয়েকটি জায়গার নাম পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন এই উগ্র হিন্দুত্ববাদী নেতা।
সূত্র: দি টাইমস অব ইন্ডিয়া