বুধবার, নভেম্বর ২০, ২০২৪

জুলাই-আগষ্টের আন্দোলনে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে

বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরাকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই ও আগষ্টের স্বৈরাচার বিতারতি আন্দোলনে যেসব গণমাধ্যম শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছিল, সেই সমস্ত গণমাধ্যমকে চিহ্নিত করা হবে।

বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী অ্যাখ্যা দেওয়া হয়েছে, কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে।

তিনি বলেন, গণমাধ্যমে গত ১৬ বছর কার কী ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন। গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে দেখতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্স প্রমাণ ধরে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল সেটা ধরে পদক্ষেপ নেবে সরকার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img