বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

গাজ্জার ইন্দোনেশিয়া হাসপাতালে বোমা হামলা; নিহত ৮ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার উত্তরে অবস্থিত ‘ইন্দোনেশিয়া হাসপাতালে’ বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী। এতে ৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার পরপরই হাসপাতাল কর্মীরা জাতিসংঘ ও রেড ক্রসের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।

হাসপাতাল কর্মীরা সংবাদমাধ্যমকে জানিয়েছে পূর্ব সতর্কতা ছাড়াই সারারাত ধরে হামলা চালানো হয়েছে।

এর আগে আল কাহলুত নামে গাজ্জার একজন সাংবাদিক বলেছিলেন, সম্ভবত আল শিফা হাসপাতালের মত ইন্দোনেশিয়া হাসপাতালও দখল করতে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়া হাসপাতালের চিকিৎসকরা মোবাইলের আলোতে রোগীদের অপারেশন করতে বাধ্য হচ্ছে। কারণ হাসপাতালের জেনারেটর ইতিমধ্যে হামলা চালিয়ে নষ্ট করে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের বার্তা সংস্থা আল ওয়াফা জানিয়েছে, ইসরাইলের সাঁজোয়া যান থেকে ছোড়া গোলার আঘাতে হাসপাতালটির দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, এর আগে হাসপাতালটির সামনে থেকে ইসরাইলি প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন হাসপাতালটির নির্মাণে অর্থ সহায়তা প্রদানকারী ইন্দোনেশিয়ার দাতব্য সংস্থার প্রধান।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img