বৃহস্পতিবার | ১৭ জুলাই | ২০২৫

মানুষ মারা যাচ্ছে কিন্তু মশা নিধন করতে পারছেন না; সিটি করপোরেশনকে হাইকোর্ট

spot_imgspot_img

মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে কিন্তু মশা নিধন করতে পারছে না সিটি করপোরেশন। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। সেই সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনে সিভিল এভিয়েশন, উত্তর সিটি করপোরেশনসহ সবপক্ষকে বসে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২০ নভেম্বর) বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়। গত ৩ এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে সার্ভে করার নির্দেশ দেয় হাইকোর্ট।

রিটকারী আইনজীবী বলেন, ২০১৯ সালের ১২ মার্চ শাহজালাল বিমানবন্দরে মশা নিধনে দায়িত্বরত কর্তৃপক্ষের অবহেলা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেন হাইকোর্ট। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষের মাধ্যমে মশা নিধনে কর্তৃপক্ষের অবহেলার কারণ জানাতে নির্দেশ দেয়া হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img