বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

‘খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে আ. লীগ সারাজীবন ক্ষমতায় থাকতে পারবে না’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা করাচ্ছে না সরকার। অথচ জেলখানায় ফাঁসির আসামিকে বিয়ে পড়ানো হয়। খালেদা জিয়ার মুক্তি দিচ্ছে না, সুচিকিৎসা করছে না। এসব করে আওয়ামী লীগ সারাজীবন ক্ষমতায় থাকতে পারবে না।

শনিবার (২০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি আয়োজিত গণঅনশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আ স ম আব্দুর রব বলেন, সরকার আইনের দোহাই দিচ্ছে। সরকার চাইলে পারে না, এমন কোনো কাজ নেই। আসলে খালেদা জিয়াকে তারা চিকিৎসা করাবে না, কারণ সরকার খালেদা জিয়াকে ভয় পায়।

তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন। যদি তা না করেন তাহলে এই সরকারকে চরম মাশুল দিতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি বলেন, এই সরকার ১৭ কোটি মানুষকে বন্ধক রেখেছে। মাথাপিছু লাখ টাকা ঋণ। দুর্নীতি আর লুটপাট করবেন আপনারা আর ঋণের বোঝা বহন করবে জনগণ- তা হতে পারে না।

তিনি বলেন, সরকার নির্বাচনের নামে হোলি খেলছে। প্রতিদিন এই প্রহসনের নির্বাচন রক্ত ঝরাচ্ছে। দেশবাসীর মনে এই সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ও ক্ষোভ ফুঁসে উঠেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img