শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

পটুয়াখালীতে ‌বিএন‌পির গণঅনশ‌নে ছাত্রলী‌গের হামলায় ৮জন আহত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী সদরে বিএন‌পির গণঅনশ‌নে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে অন্তত ৮ জন আহত হ‌য়ে‌ছেন।

শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দি‌কে শহরের বনানি এলাকায় বিএন‌পির অস্থায়ী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. শা‌হিন মিয়া ওর‌ফে ভি‌পি শা‌হিন, জেলা মহিলা দলের সভাপতি আফ‌রোজা সীমা, ম‌হিলা দ‌লের সদস্য ক‌হিনুর, সা‌লেহা বেগম, শ্রমিকদ‌লের বাদশা। একজনের নাম জানা যায়নি। এরা প্রাথমিকভাবে চিকিৎসা নি‌য়ে চলে গেছে। তবে সদর উপজেলা ছাত্রদ‌লের আহ্বায়ক জাকারিয়া আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে।

আহতরা জানান, বিএন‌পির চেয়ারপারসন খা‌লেদা জিয়ার সুচিকিৎসা এবং বিদেশে নি‌য়ে উন্নত চিকিৎসার দাবী‌তে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএন‌পি এ কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচী শুরুর আগেই শহরের কাঠপ‌ট্টি এলাকার ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী অতর্কিত হামলা চালিয়ে কর্মসূচী পণ্ড করার চেষ্টা ক‌রে। এসময় ছাত্রলীগের নেতাকর্মী‌রা লা‌ঠি‌সোটা নি‌য়ে বিএন‌পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী‌দের পিটিয়ে আহত ক‌রে ব্যানার পোস্টার ছিঁড়ে মোটরসাইকেলে মহড়া দিয়ে চলে যায়। পরবর্তীতে আহত‌দের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু ছাত্রদল নেতা জাকা‌রিয়ার অবস্থার অবনতি হলে তা‌কে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে।

সদর উপজেলার বিএন‌পির আহ্বায়ক কাজী মাহবুব হো‌সেন বলেন, আমরা নিজের অফিসে কর্মসূচী পালনের ক‌রার চেষ্টা করেছিলাম সেখা‌নেও সরকারের লা‌লিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালা‌লো। আমা‌দের ৮জন নেতাকর্মী‌কে পিটিয়ে রক্তাক্ত কর‌লো। এটাই হ‌লো বর্তমান সরকা‌রের চ‌রিত্র। এর আগে রাস্তায় অনশন কর্মসূচী পালন কর‌তে চাইলেও পু‌লিশ আমাদের অনুমতি দেয়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img