কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ওলামা মাশায়েখ ও সুধী সম্মেলন করবে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানী ঢাকার কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিরিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মধুপুর পীর আল্লামা আব্দুল হামীদের সভাপতিত্বে প্রধানি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলূম মুঈনুল ইসলাম হাটজারী মাদরাসার মহাপরিচালক মুফতী খলিল আহমাদ কাসেমী, হেফজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখবেন, দেশবরেণ্য ওলামা মাশায়েখ ও সুধীবৃন্দ।