মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

জীবনকে সফলতার সুউচ্চ মিনারে নিয়ে যেতে হলে সময়ের মূল্য দিতে হবে: ড. আ ক ম আব্দুল কাদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের বলেছেন, জীবনকে সফলতার সুউচ্চ মিনারে নিয়ে যেতে হলে সময়ের প্রতি যত্নবান হতে হবে। সুদীর্ঘ লক্ষ্য ঠিক করে রুটিন অনুযায়ী নিজেকে পরিচালনা করতে হবে। তাহলে উন্নত জীবন গড়া সম্ভব।

শনিবার (১৯ অক্টোবর) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে আয়োজিত রিসার্চ এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ২০২৪-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইআইইউসি’র আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মাদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে শিক্ষার্থীদের সুন্দর চিন্তা ও গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ নেয়ামত উল্লাহ। এছাড়া আইআইইউসি রেজিস্ট্রার কর্নেল আবুল কাশেম, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান, কলা ও মানববিদ্যা অনুষদ ডীন প্রফেসর ড. মুহাম্মাদ ইয়াসীন শরীফসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img