মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

পাকিস্তানের উচিত যত দ্রুত সম্ভব তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া: মাওলানা ফজলুর রহমান

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য তালেবান সরকারকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তানের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

জিও নিউজ টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি আহ্বান জানান।

মাওলানা ফজলুর রহমান বলেন, আফগানিস্তানে স্থিতিশীল শাসনব্যবস্থা নিশ্চিত করার জন্য আমাদের তালেবান সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব স্বীকৃতি দিতে হবে। তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ার মতো এবং আফগানদের সাহায্য করার জন্য তাদের সরকারের অবিলম্বে স্বীকৃতি প্রয়োজন।

তিনি বলেন, যখন চীন ও রাশিয়া নতুন আফগান শাসকদের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী, তখন পাকিস্তানকেও তালেবানদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে।

মাওলানা ফজলুর রহমান বলেন, আফগান জনগণের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেখানে শান্তি ও একটি স্থিতিশীল ব্যবস্থা চালু করতে আমাদের উচিত তাদেরকে সাহায্য করা।

সূত্র: অনলাইন ডন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img