মঙ্গলবার, মে ২১, ২০২৪

৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে ফিলিপাইন

৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে ফিলিপাইনের কোনো কোনো অঞ্চল। এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে মে মাস পর্যন্ত সেদেশে এমন পরিস্থিতি থাকতে পারে বলে সতর্ক করেছে ওই দেশের আবহাওয়া অফিস।

সোমবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম।

জানা গেছে, ফিলিপাইনের প্রচণ্ড গরমের কারণে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে চাষাবাদও ভয়াবহ সংকটের মুখে পড়েছে।

প্রচণ্ড গরমের কারণে ওই দেশের শিক্ষার্থীরাও সমস্যায় পড়েছে। তাপদাহের কারণে ফিলিপাইনের হাজার হাজার স্কুলে পঠনপাঠন বন্ধ রাখা হয়েছে।

এক সিনিয়র হাইস্কুল শিক্ষার্থী বলেন, প্রচণ্ড গরম পড়েছে। চামড়া পুড়ে যাচ্ছে। এটি স্বাভাবিক গ্রীষ্মের গরমের মতো নয়, এটা অসহ্য! এক শিক্ষা উপদেষ্টা বলেছেন, আসন্ন মে মাসেও স্কুল বন্ধ থাকতে পারে। কারণ ওই সময় অনেক জায়গাতেই তাপমাত্রা বেড়ে ৫২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা আছে! প্রচণ্ড গরমের কারণে শিক্ষার্থীরা মাথা ঘোরা, বমি হওয়া ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো তাপ-সম্পর্কিত অসুস্থতার শিকার হচ্ছেন। রাজধানী ম্যানিলায় অনেক শিক্ষার্থীই ছাতা, বোর্ড ইত্যাদি দিয়ে মাথা ঢেকে স্কুলে আসছেন।

সূত্র : জি নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img