বৃহস্পতিবার | ১৭ জুলাই | ২০২৫

জনপ্রিয়তা কমছে নরেন্দ্র মোদির

spot_imgspot_img

এক সমীক্ষায় উঠে এসেছে দিন দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা কমে যাচ্ছে। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে বিজেপির কপালে।

আমেরিকার “মর্নিং কনসাল্ট” নামে একটি ডাটা-সমীক্ষক সংস্থা বিশ্বের বহু রাষ্ট্রনেতার জনপ্রিয়তার উত্থান-পতনের রেখচিত্র তৈরি করে থাকে। ২০১৯ থেকে সেই তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রী মোদিও।

মঙ্গলবার (১৮ মে) প্রকাশিত এপ্রিল মাসের রিপোর্টে দেখা যাচ্ছে, মোদির জনপ্রিয়তার সূচক আগের চেয়ে ২২ পয়েন্ট কমেছে।

চলতি সপ্তাহে মোদির জনপ্রিয়তার সার্বিক সূচক দাঁড়িয়েছে ৬৩ শতাংশ। ২০১৯ এর পর থেকে এটাই তার নিম্নতম স্কোর। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন-ওষুধ-টিকা-শয্যার অভাবে মৃত্যুমিছিল এবং অশেষ দুর্গতিই এর কারণ বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img