গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগীরা দাবী করেছেন, এতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২০ মার্চ) দুপুরে দক্ষিণ আউচপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইকবাল হোসেন জানিয়েছেন, শনিবার দুপুরে বদরুল আলমের বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেনের ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী বাড়ির সতেরটি টিনের তৈরী ও আধাপাকা বসত ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।