আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে রীতিমতো উৎসব করছে ডেমোক্র্যাটরা।
নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ট্রাম্প সমর্থকরা যে প্রতিবাদের ডাক দিয়েছিল সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। খবর বিবিসির।
জরুরি অবস্থার কথা উল্লেখ করে সমাবেশ বাতিল করেছে পাবলিক অ্যাডভোকেট নামের একটি গ্রুপ।
ট্রাম্প-পন্থীদের একজন বলেছেন, কংগ্রেস সদস্য, বাইডেনের কর্মকর্তা এবং ৬০ হাজার ন্যাশনাল গার্ড ছাড়া সেখানে আর কেউ থাকবে না।
সহিংসতা ঠেকানোর চেষ্টায় শহরটি এক ধরনের লক-ডাউনে রয়েছে। এর ফলে জো বাইডেনের বহু সমর্থক সেখানে যাবেন না। তবে সন্দেহ নেই যে এর মধ্যেও অনেকেই সেখানে উপস্থিত থাকবেন।