আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ নিচ্ছেন জো বাইডেন। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা হ্যারিস।
শপথ পাঠের সময় নিজ পরিবারের ১২৭ বছরের পুরনো বাইবেলে হাত রাখবেন ডেমোক্র্যাট নেতা বাইডেন।
প্রতিবার লাখ লাখ মানুষ অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে ওয়াশিংটন ডিসিতে জড়ো হন। করোনা ভাইরাস ও নিরাপত্তার কারণে এবার সাধারণ মানুষ অনুষ্ঠানে আসতে পারছেন না।
জানাগেছে, ১৮৯৩ সালে পাঁচ ইঞ্চি উঁচু বাইবেলটি ব্যবহার শুরু করেন জো বাইডেনের বাবা ডক্টর জিল বাইডেন। ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার মধ্য দিয়ে তিনি পরিবারের ১২৭ বছরের পুরনো বাইবেলটি ব্যবহার করতে যাচ্ছেন। শপথ নেওয়ার সময় একহাত বাইবেলে রাখবেন বাইডেন।
এ বিষয়ে বাইডেন বলছেন, জীবনের গুরুত্বপূর্ণ সব শপথে এই বাইবেলের ওপর হাত ছিল আমার।
আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন শপথ নেয়ার সময় এক হাত বাইবেলে রেখেছিলেন। এরপর থেকে প্রায় সব মার্কিন প্রেসিডেন্টই শপথ নেয়ার সময় বাইবেলে হাত রেখেছেন। এ বিষয়ে কোনো গাটবাঁধা নিয়ম না থাকলেও রীতি হিসেবে মেনে নিয়েছেন সবাই।