অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধ মিশরের জাতীয় নিরাপত্তার জন্য ‘মারাত্মক হুমকি’ তৈরি করেছে বলে জানিয়েছেন দেশটির পুনরায় নির্বাচিত প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর একটি টেলিভিশন বার্তায় এসব কথা বলেন তিনি।
সিসি বলেন, “এই যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত। এটি মিশরের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক হুমকির সৃষ্টি করছে। আর যে কথা বললেই নয় তা হল, এই যুদ্ধের ফলে ফিলিস্তিনিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
উল্লেখ্য, গত সপ্তাহে মিশরে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। গত সোমবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আল সিসি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি। ভোটের পরিসংখ্যান অনুযায়ী, ৮৯.৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।
সূত্র: মিডল ইস্ট মনিটর