প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, দেশের অরক্ষিত সীমান্তের মধ্যে চারশ’র বেশি কিলোমিটার সীমান্ত ইতোমধ্যে নজরদারির আওতায় আনা হয়েছে। খুব শিগগিরই অবশিষ্ট প্রায় দেড়শ’ কিলোমিটার অরক্ষিত সীমান্ত নজরদারির আওতায় আনা হবে।
রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে আনুষ্ঠানিক কুচকাওয়াজের মাধ্যমে ‘বিজিবি দিবস ২০২১’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের পাহাড়ি দুর্গম পথে ভারত ও মিয়ানমারের সঙ্গে সীমানা রয়েছে। এছাড়া জলসীমা রয়েছে। পাহাড়ি এলাকায় এখনও সীমান্ত সড়ক নির্মাণ হয়নি। তাই কিছু এলাকায় টহল দিতে বিজিবিকে বেগ পেতে হয়। এসব এলাকায় নজরদারি বৃদ্ধির কথাই প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন, যা বিজিবিরও দাবি।
প্রধানমন্ত্রী বলেন, ভারত ও মিয়ানমার সীমান্তে ৪টি ব্যাটালিয়ন এবং সুন্দরবন এলাকায় ২টি ভাসমান বিওপিসহ মোট ৬২টি বিওপি তৈরির মাধ্যমে প্রায় সাড়ে ৫শ’ কিলোমিটার অরক্ষিত সীমান্তের মধ্যে ৪ শতাধিক কিলোমিটার সীমান্ত ইতোমধ্যে নজরদারির আওতায় আনা হয়েছে। খুব শিগগিরই অবশিষ্ট প্রায় দেড়শ’ কিলোমিটার অরক্ষিত সীমান্ত নজরদারির আওতায় আনা হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ৮ জানুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের প্রথম ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। তিনি এই বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে এর পুনর্গঠন ও আধুনিকায়নের কাজ শুরু করেন। পদাঙ্ক অনুসরণ করে বর্তমান আওয়ামী লীগ সরকার ২০০৯ সাল থেকে এই বাহিনীকে যুগোপযোগী সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০” প্রণয়নসহ “বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন-২০৪১”-এর পরিকল্পনা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বাহিনীকে আরও গতিশীল করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশের দায়িত্বপূর্ণ এলাকা পুনর্বিন্যাস করে বিজিবির সাংগঠনিক কাঠামোতে ৫টি রিজিয়ন, সেক্টর এবং ইউনিট তৈরি করে কমান্ড স্তরে ভারসাম্য সৃষ্টি করা হয়েছে। এই লক্ষ্যে ২০০৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত ৩৩ হাজারের বেশি জনবল নিয়োগ করা হয়েছে। নতুন ১৫ হাজার জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।