বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করছে বিএনপি।
রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি হয়েছে।
র্যালিকে কেন্দ্র করে এদিন সকাল থেকে দলটির নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে নয়াপল্টন এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। এসময় দু’পাশের রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়।
র্যালি উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়। মঞ্চে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র নেতারা। র্যালিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেবেন।