সোমবার, মে ১৩, ২০২৪

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা বলে পরিচিত গ্রিন জোনে আমেরিকার দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১৯ ডিসেম্বর) অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন ওই এলাকায় দু’টি রকেট হামলার ঘটনা ঘটে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এদিকে বিবৃতিতে ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বাগদাদের গ্রিন জোনে মধ্যরাতে দু’টি কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে প্রথম রকেটটিকে সি-র‌্যাম ডিফেন্স ব্যাটারির মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তবে দ্বিতীয় রকেটটি ভেতরে আঘাত হেনেছে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র এএফপি’কে জানিয়েছে, গুলি করে ভূপাতিত রকেটটি গ্রিন জোনের ভেতরে মার্কিন দূতাবাসের কাছেই পড়ে। অন্যদিকে দ্বিতীয় রকেটটি যেখানে আঘাত হানে সেখান থেকে মার্কিন দূতাবাসের দূরত্ব মোটামুটি ৫০০ মিটার (১৬৪০ ফুট)।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img