বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

চট্টগ্রামে রাতের আঁধারে মিছিল করেছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ

চট্টগ্রামের ওয়াসা এলাকায় রাতের আঁধারে মুখে কাপড় বেঁধে মিছিল করেছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওয়াসা এলাকায় এ মিছিল করে ১০ থেকে ১২ জন যুবক।

জানা গেছে, রাত সোয়া ১১টার পর ওয়াসা এলাকার ব্যাটারী গলির সামনে কিছু যুবক জড়ো হয়। এরপর তারা হঠাৎ ‘আমরা কারা- শেখ হাসিনা’, ‘তোমরা কারা- শেখ হাসিনা’, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ‘চলছে লড়াই, চলবে লড়াই, শেখ হাসিনা লড়বে’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’— বলে স্লোগান দেয়। এরপর পল্টন রোড এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

এর আগে রোববার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে নিষিদ্ধ এই সংগঠনটির কর্মীরা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img