বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

যতই বিপদ আসুক ঈমানের উপর মুমিনদের সর্বদা অটল থাকতে হবে : জসিম উদ্দিন রাহমানী

কারা নির্যাতিত মজলুম আলেম মুফতী জসিম উদ্দিন রাহমানী বলেছেন, যতই বিপদ আসুক সদা-সর্বদা ঈমানের উপর মুমিনদের অটল থাকতে হবে। মুমিনদের সব বাধা বিপত্তি উপেক্ষা করে দীনের কাজ করতে হবে। দীনের পথে থাকতে হবে।

রবিবার (১৭ নভেম্বর) কিশোরগঞ্জ জেলার নিকলি শাহপুর ফয়জুল উলুম আল-ইসলামিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জসিম উদ্দিন বলেন, কোন ভূখণ্ডে ইসলামী শরীয়াহ প্রতিষ্ঠা হলে তার সুফল শুধু মুসলমানরা নয় সকল ধর্মের, সব পথের ও সব মতের মানুষরা ভোগ করবে। কেননা ইসলামী শরীয়াহ প্রতিষ্ঠা হলে সেখানে অন্যায়-অত্যাচার থাকে না।ইনসাফ ও ন্যায় বিচার নিশ্চিত করা হয়।

মাদরাসার মুহতামিম মাওলানা জালাল উদ্দিন আহমদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে আরও বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, মুফতী আতিকুল্লাহ, হেফাজতের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম মাদানি প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img