খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারি গুদামে যে পরিমান খাদ্য মজুত থাকার কথা তার দ্বিগুন আছে। প্রায় ১৮ লাখ টন চাল সরকারি গুদামে মজুদ আছে। পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে আমদানি করা হচ্ছে। এর সাথে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন। সব মিলিয়ে দেশে খাদ্য সংকটের কোনো শংকা নেই। খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে দিকে ব্যবসায়ীসহ সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে চেম্বর ভবনে ফিতা কেটে মুজিব কর্ণার ও ডাইরেক্টস লাউঞ্জের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেছেন।
এরপর নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের মেম্বার্স ডে ২০২২ উদযাপিত হয়েছে। সেখানেও প্রধান অতিথি হিসাবে যোগ দেন মন্ত্রী। এতে বিশেষ অতিথি ছিলেন ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, আনোয়ার হোসেন হেলাল এমপি, এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক মোসাদ্দেক হোসেন খান টিটু, যশোধা জীবন দেবনাথ। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধাররা অংশ নিয়ে বক্তব্য দেন। তারা দেশের যে কোন সংকটে সহযোগিতা ও মানুষের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দেন।