রবিবার, অক্টোবর ২০, ২০২৪

সিনওয়ারের শাহাদাতে সমবেদনা জানালো আফগানিস্তান

হামাস ও কাসসাম প্রধান ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতের ঘটনায় সমবেদনা জানালো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

শনিবার (১৯ অক্টোবর) এবিষয়ে একটি বিবৃতি দেয় দেশটির তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকার।

বিবৃতিতে মহান আল্লাহর হামদ ও সানার পর সূরা আহযাবের ৩৩ নং আয়াত উল্লেখ করে বলা হয়, এটি অত্যন্ত বেদনার যে ইসলামী প্রতিরোধ আন্দোলনের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতের খবর আমাদের কাছে পৌঁছেছে, যিনি
ইসরাইলী জায়োনিস্ট সন্ত্রাসীদের এক হামলায় শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রত্যেক মুসলিমের সর্বোচ্চ আকাঙ্খা থাকে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণের, বিশেষত মুজাহিদ যোদ্ধাদের। আমরা আমাদের দুঃসাহসী মুজাহিদ হিরো ও ভাই ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতের ঘটনায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও সকল মুজাহিদীনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিশেষত নির্যাতিত ও লড়াকু ফিলিস্তিনিদের প্রতি। মহান আল্লাহ ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতকে কবুল করে নিন। তার পরিবার-পরিজন, সঙ্গী ও সংশ্লিষ্ট সকলকে সবরে জামিল ও এর উত্তম বিনিময় দান করুন।

বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলী দখলদারদের অবশ্যই স্মরণ করিয়ে দিতে হবে যে, মুজাহিদ কমান্ডারদের শাহাদাত প্রতিরোধ ও জিহাদের সংগ্রামকে তীব্রতর ও শক্তিশালী করে তুলে। আমরা বিশ্বের সকল মুসলিমকে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। আহবান জানাচ্ছি, তাদের উদ্দেশ্যকে সমর্থন করার এবং আল্লাহ প্রদত্ত যে জিম্মাদারী আমাদের উপর রয়েছে তা পূরণ করার।

সূত্র: আরটিএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img