শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার (কার্যনির্বাহী কমিটি) পরামর্শ সভা থেকে ডিম, পিঁয়াজ, গোশত, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনদুর্ভোগ কমানোর জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ।

আজ শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৪ টায় রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

পরামর্শ সভায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ইসলামী দলগুলোর ঐক্য, ২৯ নভেম্বর খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী ও কাউন্সিলসহ জাতীয় ও দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ, পর্যালোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা আজীমুদ্দীন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব হাজী জালালুদ্দীন বকুল, সহকারী মহাসচিব আলহাজ্জ আতিকুর রহমান নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সহপ্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, সহঅর্থ সম্পাদক মাওলানা রুহুল আমীন, দাওয়াত ও তাবলীগ সম্পাদক মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারী মোফাচ্ছির হোসাইন, বিচার ও আইন সম্পাদক মুফতী আব্দুল বারী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইলিয়াছ মাদারীপুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ডাক্তার নিয়ামত আলী ফকীর, সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান, রচনা ও সংকলন সম্পাদক মাওলানা খন্দকার মুশতাক আহমাদ, সংখ্যালঘু ও মানবাধিকার সম্পাদক হাফেজ মাওলানা আবু তাহের, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আফম আকরাম হুসাইন, প্রাদেশিক সমন্বয়কারী মৌলভী আব্দুর রকীব, নির্বাহী সদস্য মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী, মাওলানা গাজী ইউসুফ, হাফেজ মাওলানা আবুল কাশেম রায়পুরী, মুফতী মামুনুর রশিদ, মাওলানা সালাহউদ্দীন জয়নাল, হাফেজ মাওলানা ওলীউল্লাহ প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img