বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল আমেরিকা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজ্জায় মানবিক সহায়তা প্রবেশে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। অর্থাৎ ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে সরাসরি বাঁধা হয়ে দাঁড়িয়েছে আমেরিকা। যুদ্ধ বন্ধে প্রস্তাবটি এনেছিল ব্রাজিল।

বুধবারের ভোটে প্রস্তাবের পক্ষে অবস্থান নেয় ১২টি দেশ। বিপক্ষে অবস্থান নেয় আমেরিকা। এর আগে রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল চারটি দেশ। রাশিয়ার ওই প্রস্তাবনা নিয়ে ভোটাভুটিতে এর বিরোধিতা করে আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপান। আর প্রস্তাবের পক্ষে ভোট দেয় চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, গ্যাবন ও মোজাম্বিক। ভোটদানে বিরত ছিল আলবেনিয়া, ঘানা, সুইজারল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল ও মাল্টা।

বুধবার ভেটোর বিষয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ‘প্রস্তাবটি নিয়ে হতাশ আমেরিকা। কারণ এতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা উল্লেখ করা হয়নি। চলমান সংঘাত নিরসনে ওয়াশিংটন মাঠ পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, ভোটদানে বিরত ছিল রাশিয়া ও যুক্তরাজ্য।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img