রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ছয়টা থেকে বুধবার (১৯ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৯ কেজি ৫৮৫ গ্রাম গাঁজা, ১২৩৬৭পিস ইয়াবা, ১৩০ গ্রাম ৩৯০ পুরিয়া হেরোইন, ৭৫ বোতল ফেন্সিডিল ও ২৫টি ইনজেকশন উদ্ধার করা হয়।