বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

তিন পুলিশ সুপারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো, ঠিকমতো অফিস না করার কারণে তিন পুলিশ সুপারকে অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো তিন পুলিশ সুপার হলেন পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মুহাম্মাদ দেলোয়ার হোসেন মিঞা ও মীর্জা আবদুল্লাহেল বাকী।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তিন কর্মকর্তাকে অবসর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মুহাম্মাদ আখতার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তারা ঠিকমতো অফিস করেন না। কাজকর্মও করেন না। ফেসবুকেও অপপ্রচার চালান। আর এসব অভিযোগ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আইনানুযায়ী অবসরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপুলিশ পরিদর্শক (এআইজি) মনজুর রহমান বলেন, তাদের সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী অবসর দেওয়া হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img