নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ দলীয় নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৫টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ হামলা হয়েছে বলে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য কবীর হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালায়। রামদা, রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়।
হামলায় আহত হন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার, যুব ঐক্যের কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান মুন্নাসহ ৩০-৩৫ জন নেতাকর্মী।
এ সময় মাহমুদুর রহমান মান্নার ব্যবহৃত গাড়িসহ অন্যান্য গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে নাগরিক ঐক্য।