আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের সেনাদের সাথে পাকিস্তানের সেনাদের যুদ্ধ করার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। আজারবাইজানি সেনাদের সঙ্গে মিলে পাকিস্তানী সেনারা লড়াই করছে বলে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী অভিযোগ করার পর ইসলামাবাদ ওই জবাব দেয়।
শনিবার (১৭ অক্টোবর) পাকিস্তান পররাষ্ট্র দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আর্মেনিয়ার এরকম ‘দায়িত্বহীন’ প্রপাগাণ্ড দু:খজনক। তবে পাকিস্তান ভ্রাতৃপ্রতীম আজারি ভাইদের সমর্থন প্রদান অব্যাহত রাখবে।
১৯৯০’র দশকের পর এই সংঘর্ষ সবচেয়ে ভয়াবহ। ওই সময় প্রায় ৩০,০০০ মানুষ নিহত হয়।
বন্দি বিনিময় ও নিহতদের লাশ সরিয়ে নেয়ার জন্য গত সপ্তাহে রাশিয়ার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিলো শুক্রবার তা ভেঙ্গে যায়।
নাগোর্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ বলে স্বীকৃত হলেও সেটি দখল করে আছে জাতিগত আর্মেনিয়ানরা।
সূত্র: নিউজ