যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও থামছে না আজারবাইন ও আর্মেনিয়ার মধ্যকার ভয়াবহ যুদ্ধ। নাগর্নো-কারাবাখ নিয়ে সৃষ্ট এই যুদ্ধে রবিবার আর্মেনিয়ার আরও ৩৭ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এতে দেশটির মোট সামরিক বাহিনীর সদস্যের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১০ জনে।
শনিবার মধ্যরাতে মানবিক যুদ্ধবিরতি ঘোষণার পর আর্মেনিয়া তাদের নিহত সৈন্যদের সমাহিত করার সিদ্ধান্ত নেয়। রবিবার তারা অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করে।
২৭ সেপ্টেম্বর থেকে নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধ শুরু করে আজারবাইজান ও আর্মেনিয়া।
নাগোরনো-কারাবাখ অঞ্চলটি মূলত আজারবাইজানের অংশ। কিন্তু বহুবছর ধরে আর্মেনিয়া অঞ্চলটিকে অবৈধভাবে দখল করে আছে। ১৯৯৪ সালের যুদ্ধের পর থেকে সেখানে আর্মেনিয়ার সেনাবাহিনী রয়েছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ যুদ্ধের শুরুতে জানিয়েছিলেন একমাত্র তখনই তারা যুদ্ধ থামাবে যখন আর্মেনিয়া নাগর্নো-কারাবাখ অঞ্চল ছেড়ে যাবে। আজারবাইজান তাদের রাষ্ট্রাধীন অঞ্চলের অখণ্ডতা পুনরুদ্ধার করছে এবং সেটা উদ্ধার না হওয়া পর্যন্ত তারা থামবে না।
সূত্র : আল-জাজিরা